আগামীকাল কম্পিটার ক্লাস হবে না
Read Moreএকটি প্রাচীন জনপদ। মনু কুশিয়ারা পলি বিধৌত এই জনপদের একদিকে হাওর- নদী এবং অন্য দিকে পাহাড় টিলার সৌম অবস্থান অঞ্চলটিকে করেছে দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যময়। একটি সমৃদ্ধ ঐতিহ্যিক সূত্রে গ্রথিত এক কালে ছিল জ্ঞানী গুণীদের পদচারনায় মুখরিত, বিভিন্ন কর্মক্ষেত্রে যারা দেশে- বিদেশে অশেষ সুনাম অর্জন করেছিলেন। কিন্তু, মাঝখানে বিভিন্ন কারণে, বিশেষ করে অর্থনৈতিক কারণে বিদেশগামিতার প্রবল তোড়ে ছিন্নসূত্র হয়ে গেল - বাজারের জ্ঞান ভিত্তিক এই সমৃদ্ধ ঐহিত্য। তার ফলে জেলা এখন দেশের অন্যান্য জেলার তুলনায় শিক্ষায় অনগ্রসর জেলা হিসেবে বিবেচিত। অংশত: সেই সমৃদ্ধ হারানো ঐতিহ্য পূনরুজ্জীবনের লক্ষ্যে এবং প্রধানত: এই প্রজন্মের ছাত্র/ছাত্রীদেরকে উচ্চতর নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে, যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি-ব্যবসা-ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেশ প্রেমিক সু-নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কলেজের প্রতিষ্ঠা । অনেক সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ ক্ষেত্রে এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। আমরা মনে করি, সে প্রচেষ্টা আরো একটু উন্নততর ও আধুনিক করা প্রয়োজন- যেখানে শিক্ষার মতো একটি বিমূর্ত (Abstract) বিষয়ও হয়ে উঠে সপ্রাণ, সজীব, প্রাণবন্ত ও আনন্দময়। আমরা আশা করব, শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক এলিটবৃন্দ, আমাদের এ অভিযাত্রায় সহযোগিতার হাত প্রসারিত করবেন।
আমাদের সকল অভিজ্ঞ শিক্ষকগন
সহযোগী অধ্যাপক
অধ্যক্ষ
সহযোগী অধ্যাপক
সহযোগী অধ্যাপক
Some of our Students and their review
"জ্ঞান অর্জনের জন্য প্রবেশ করো, সেবার জন্য বেরিয়ে যাও" এ শ্লোগানটিকে সামনে রেখে যথাযথ শিক্ষা গ্রহণ করে জেলাসহ দেশ বিদেশে ছড়িয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা, ছড়াবে জ্ঞানের আলো, নিজেকে আলোকিত করবে, পথ দেখাবে আগামী প্রজন্মকে। প্রসারিত হবে কলেজের গৌরবগাঁথা, মসৃণ হবে আমাদের পথ চলা। সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি সুশিক্ষিত জাতি গঠন করে দিতে পারলে তাঁরা আমাদের একটি সমৃদ্ধশালী টেকসই বাংলাদেশ উপহার দিবে।
আমাদের শিক্ষার্থীরা কেবলমাত্র পুঁথিগতবিদ্যা অর্জনে নিমগ্ন থাকবে তা নয় বরং প্রতিটি শিক্ষার্থী একেকজন আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে এ প্রত্যাশা ও লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সদা ব্যস্ত রাখা হয় আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দকে। শ্রেণি শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে তাদের অংশগ্রহণ সত্যি চোখে পড়ার মতো। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় এ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ফলাফল ঈর্ষণীয়।
গুণগত দিক থেকেও এ প্রতিষ্ঠানটি অন্য সবাইকে ছাড়িয়ে যাবার প্রত্যাশা করে। বর্তমানে এ কলেজে কর্মরত প্রায় ২০ জন নিয়মিত শিক্ষকের পাশাপাশি বেশ কয়েকজন অতিথি শিক্ষক তাঁদের প্রজ্ঞা, মেধা আর সৃজনশীলতা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন সত্যিকার অর্থেই কলেজটিকে একটি মানবসম্পদ তৈরির আঁতুড় ঘরে পরিণত করতে। আধুনিক শিক্ষা উপকরণের সর্বাধিক ব্যবহার করে প্রাপ্ত সকল সুবিধা কাজে লাগিয়ে মান সম্মত শিক্ষা প্রদানে সর্বদাই সচেষ্ট শিক্ষা প্রশাসন। কলেজের জন্য শুভকামনা
Your education is one of the most important sections on your resume, especially as a student or recent graduate, and here is how to list it correctly!